Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্নার ব্রাদার্স ২০২১-এর সব চলচ্চিত্র একসঙ্গে থিয়েটার আর স্ট্রিমিংয়ে মুক্তি দেবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

ওয়ার্নার ব্রাদার্স ঘোষণা করেছে ২০২১ সালে তাদের সব চলচ্চিত্র তারা বড় পর্দার পাশাপাশি স্ট্রিমিং মাধ্যম এইচবিও ম্যাক্সে মুক্তি দেবে। স্টুডিও এই অভূতপূর্ব সিদ্ধান্তকে অনন্য ও ভোক্তামুখি বলে উল্লেখ করেছে। বলার অপেক্ষা রাখেনা চলমান কোভিড-১৯ পরিস্থিতি থেকেই এই সিদ্ধান্তের উদ্ভব। স্ট্রিমিং মাধ্যমের দর্শকদের সাধারণত থিয়েটারে মুক্তি পাবার ৩ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় ফিল্ম দেখার জন্য। কিন্তু ওয়ার্নার ব্রাদার্সের এই উদ্যোগের ফলে দর্শকরা থিয়েটারের সঙ্গেই ডেনিস ভিলনভের ‘ডিউন’, ‘দ্য সুইসাইড স্কোয়াড’, ‘গডজিলা ভার্সেস কঙ’ এবং কিয়ানু রিভসের ‘দ্য মেট্রিক্স ফোর’-এর মত বিশাল বাজেটের ফিল্মগুলো দেখতে পাবে। আরও যেসব ফিল্ম স্ট্রিমিংয়ের দর্শকরা যুগপতভাবে দেখতে পাবে সেগুলো হল- লিন-মাইনুয়েল মিরেন্ডার ‘ইন দ্য হাইটস’, ক্লিন্ট ইস্টউডের ‘ক্রাই মাচো’, ‘দ্য কনজ্যুরিং : দ্য ডেভিল মেড মি ডু ইট’, ‘স্পেস জ্যাম : এ নিউ লিগেসি’, উইল স্মিথ অভিনীত ‘কিং রিচার্ড’ এবং দ্য সোপরানো’র প্রিকুয়েল ‘দ্য মেনি সেইন্টস অফ নিওয়ার্ক’। ‘ওয়ান্ডার উওম্যান নাইন্টিন এইটিফোর’ বড়দিনে এইচবিও ম্যাক্সে থিয়েটারের সঙ্গে মুক্তি পাবে বলে আগেই জানান হয়েছে। এটি সহ ১৭টি ফিল্ম এখানে ৩১ দিনের জন্য পাওয়া যাবে। ওয়ার্নার একে এক বছরের অনন্য পরিকল্পনা বলে উল্লেখ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ