Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লার দাপায় লেডি মাস্তান শিমুর পার্লার ভাংচুর- লুটপাট

নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ৬:৩৮ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পার্লারে প্রবেশ করে পার্লার ভাংচুর ও মালিক কে মারধর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে ফতুল্লার স্থানীয় মহলে লেডি মাস্তান বলে পরিচিত শিমু’র বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী বা
য়জিদ বোস্তামী রোড এলাকায়। এঘটনায় র্পালারের মালিক স্বর্না আক্তার ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, প্রায় ৮/১০ দিন পূর্বে শিমু অক্তার স্বর্ণলী বিউটি পার্লারে আসিয়া দুটি কান ফোঁড়াইয়া নেন। শনিবার বিকালে শিমুসহ ২/৩ জন পার্লারে অসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে পার্লার মালিক স্বর্না আক্তারকে।এর কারন জানতে চাইলে লেডি মাস্তান শিমু ক্ষিপ্ত হইয়া পার্লার মালিক স্বর্না আক্তারসহ পার্লারে আসা অপর একজনকেও মারধর করে ।
এক পর্যায়ে শিমু পার্লারের ক্যাশ থেকে নগদ ৮ হাজার টাকা,গলায় থাকা আটআনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। ঘটনার ভিডিও ধারন করতে গেলে হাতে থাকা লাভা মোবাইল ফোন ও ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্র মতে,লেডি মাস্তান খ্যাত শিমু এলাকায় অনেকটা বেপোরোয়া ভাবে চলাফেরা করে।ইতিপূর্বে ও সে এরকম একাধিক কান্ডের জন্ম দিয়েছে।তার বিরুদ্ধে কেহ প্রতিবাদ না করায় দিনকে দিন সে বেপোরোয়া হয়ে উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাংচুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ