Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারবে না

বিদায় অনুষ্ঠানে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

কেয়ামত পর্যন্ত হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারবে না। এরপরও যারা মহানবী নিয়ে ব্যঙ্গ করবে তাদের ধ্বংস অনিবার্য। গতকাল জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার ১৯৮৯ থেকে ২০১৯ পর্যন্ত ফাজিল উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তবে এসব কথা বলেন। তিনি বলেন, মাদরাসা শিক্ষা একজন মানুষকে প্রকৃত প্রজ্ঞাবান করে তুলে। এখন বেশীরভাগ মানুষ ইসলাম নিয়ে ভাবে না। দুনিয়া নিয়ে মত্ত নিয়ে হয়ে পড়েছেন। আখেরাতকে ভুলে গেছেন। প্রত্যক মানুষের আচরণসহ সকল বিষয়ের উপর ইসলাম ধর্মে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সবার উচিত ধর্মীয় নির্দেশনাকে মেনে চলা। সৃষ্টিগত দিক দিয়ে মানুষ খুবই সম্মানী। মহান আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষকে যথাযথ জ্ঞান দিয়ে সৃষ্টি করেন। প্রত্যেক মানুষ আল্লাহর বন্দেগি নিয়ে জন্মগ্রহণ করে। দুনিয়ায় সকলের কর্তব্য আল্লাহর বন্দেগি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা মো. হবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমী ও সিলেট প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী। মাদ্রাসা গভর্ণিংবডির পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, সাবেক শিক্ষকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুর রহিম, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল হাকিম, জকিগঞ্জ উপজেলা আনজুমানে আল ইসলাহ সভাপতি সুপার মাওলানা মো. ফয়জুর রহমান চৌধুরী, উপজেলা দাখিল মাদরাসা শিক্ষক-কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি সুপার মাওলানা মো. আব্দুছ ছবুর। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ