Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

‘১০০ বছরেও আরেকটা মেসি আসবে না’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

এ এক নিরন্তর আলোচনা- সর্বকালের সেরা ফুটবলার কে? বিতর্কটা আগে ছিল ফুটবলস¤্রাট পেলে আর ডিয়েগো ম্যারাডোনার মধ্যে। সেই বিতর্কের ফাঁকে ফাঁকেই কেউ আবার টেনে এনেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোদের। ম্যারাডোনার মৃত্যুর পর অনেকেই ভেবেছিল, আলোচনাটা কিছুদিনের জন্য হলেও থেমে থাকবে। কিন্তু কোথায় কী, সেরার বিতর্ক চলছেই।
সবশেষ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেভান্দোভস্কিকে। আর্জেন্টিনার পত্রিকা ওলে পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভান্দোভস্কির কাছে জানতে চেয়েছিল, সময়ের সেরা কে? এ প্রশ্নের উত্তরে লেভান্দোভস্কি তো মেসির প্রশংসায় পঞ্চমুখ। ওলেকে তিনি বলেছেন, ‘সে অসাধারণ এক খেলোয়াড়। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা।’

গত মৌসুমে বায়ার্নকে ঘরোয়া ও ইউরোপিয়ান ট্রেবল জেতাতে বড় ভ‚মিকা রেখেছেন লেভান্দোভস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫৫ গোল। গত মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জেতার পথে তার দল মেসির বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে ৮-২ গোলে। বায়ার্নের কাছে ওই হারের পরই বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মেসি।

অনেকে আবার মেসির সমালোচনা করে বলেছেন, মেসি আর আগের সেই মেসি নেই। লেভান্দোভস্কি মনে করেন, মেসির মানের একজন ফুটবলারের কাছে মানুষের চাহিদা অনেক বেশি, ‘আমি জানি, তাকে ঘিরে মানুষের চাহিদা অপরিসীম। তবে সে তার ক্যারিয়ারে যা পেয়েছে, সেটা আর কারও পক্ষে পাওয়া সম্ভব নয়।’ এরপরই লেভান্দোভস্কি মেসির আসল প্রশংসাটা করেছেন, ‘আপনাকে হয়তো মেসির মতো কারও আসার জন্য ১০০ বছর অপেক্ষা করতে হবে। সে এরই মধ্যে তার ক্যারিয়ারে যা করেছে, তাতেই সে ফুটবল-ইতিহাসের অন্যতম সেরা।’ যদিও এই মেসির সঙ্গেই ২০২০ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য লড়াই করবেন লেভান্দোভস্কি। পরে লেভা শ্রদ্ধা জানিয়েছেন সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকেও, ‘তার চলে যাওয়া গভীর শোকের। এই খবর শোনা ছিল খুব কষ্টের। আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। কিন্তু মৃত্যু তো অমোঘ। তিনি যখন খেলতেন, আমার হয়তো জন্মও হয়নি। কিন্তু তিনি ১৯৮৬ বিশ্বকাপে কী করেছেন, তা খুব ভালোভাবেই জানি আমি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ