Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

দৃষ্টান্ত স্থাপনে টিকা নেবেন এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস টিকা নিরাপদ ও কার্যকর কিনা তা নিয়ে জনমানুষের মনে ভয় রয়েছে। সেই ভয় কাটাতে এগিয়ে আসছেন বিশ্ব নেতারা। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট মানুষজনকে টিকায় উৎসাহ দিতে স্বেচ্ছাসেবী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় যোগ হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানও। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, কোভিড-১৯ টিকার জন্য তার দেশ চীন ছাড়াও রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। এসময় তিনি বলেন, দৃষ্টান্ত স্থাপনে তিনি টিকা নিতেও প্রস্তুত রয়েছেন। এরদোগান বলেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে কথা বলছি। টিকা নিতে ব্যক্তিগতভাবে আমার কোনও সমস্যা নেই। তিনি বলেন, জাতির সামনে একটি দৃষ্টান্ত স্থাপনে এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। প্রশ্ন যখন স্বাস্থ্য, তখন প্রয়োজনীয় সব কিছু করা হবে। এসময় এরদোগান নাগরনো-কারাবাখ ইস্যুতে ফ্রান্সের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। সমালোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁরও।এরদোগান বলেন, ম্যাখোঁ ফ্রান্সের জন্য একটি সমস্যা। ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ