Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজতন্ত্রের দাবিতে বিক্ষোভ নেপালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

করোনা মহামারীর মোকাবিলা করতে গিয়েও নাস্তানাবুদ হয়েছে নেপালের প্রশাসন। এরই মধ্যে নেপালের জনগণের একাংশ এবার গণতন্ত্রের পথ ছেড়ে তাই ফের রাজতন্ত্রের শাসনে ফিরতে চাইছে। গত কয়েকদিনে নেপালের বিভিন্ন জায়গায় এই দাবিতে পথে নেমে বিক্ষোভও দেখিয়েছেন অনেক মানুষ। শনিবারও এর জেরে উত্তাল হয়ে উঠল রাজধানী কাঠমান্ডু। গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সাংবিধানিক রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানো দাবিতে নেপালের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার নাগরিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবারের ওই বিক্ষোভের বিষয়ে আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়েছিল। সেই অনুযায়ী কাঠমান্ডুর রাজপথে জাতীয় পতাকা হাতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। নেপালের জাতীয় পতাকা হাতে নিয়ে কেপি শর্মা ওলির সরকারকে অপসারণের পাশাপাশি সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর দাবিতে সরব হন তারা। স্লােগান তোলেন হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানোর দাবিতেও। দেশের জাতীয় ঐক্য ও নাগরিকদের ভালর জন্যই তারা এই দাবি জানাচ্ছেন বলে উল্লেখ করেন। সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ