Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কিত কৃষি আইন : এবার কৃষকদের পাশে শিক্ষার্থীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১০:৫০ এএম

ভারতে এবার আন্দোলনরত কৃষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষার্থীরা। গতকাল শনিবার (৫ ডিসেম্বর) কৃষকদের সাথে এক হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সদ্য পাশ হওয়া বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের রাজধানী দিল্লি ও হরিয়ানা সীমান্তে অবস্থানরত কৃষকরা আগামী মঙ্গলবার (৮ ডিসেম্বর) সমগ্র ভারত বনধের ডাক দিয়েছে। ওই দিন দিল্লির সাথে অন্য রাজ্যগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন কৃষক নেতারা।
নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের হাজার হাজার কৃষক গত দু সপ্তাহ ধরে আন্দোলন করছে। সরকারের সঙ্গে কৃষকদের কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে সরকার আইন বাতিল না করার পক্ষে অবস্থান নিয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) রাতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তারা। এদিন কৃষকদের মনোবল চাঙ্গা করতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন তারা। এসময় বিক্ষোভকারী কৃষকদের খাবার পরিবেশন করেছেন শিক্ষার্থীরা।
এদিকে, দফায়-দফায় বৈঠকেও মেলেনি সমাধান। দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল দেশটির কেন্দ্রীয় সরকার। তবে কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। যদিও আইনে কয়েকটি সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। জট পুরোপুরি কাটাতে ফের ৯ ডিসেম্বর বৈঠক ডেকেছে ভারত সরকার।
কৃষকদের মতে, তাদের সমস্যা শুনতে রাজি নয় কর্তৃপক্ষ। অন্যদিকে, কৃষকদের বিরুদ্ধে সরকারের অভিযোগ, তারা নতুন বিলগুলি ঠিক করে পড়েনি, তারা অর্থনীতি বুঝতে নারাজ এবং তারা অতীতেই আটকে আছে’।
উল্লেখ্য, মোদি সরকারের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রায় দু'সপ্তাহ ধরে দিল্লিতে আন্দোলনে আছেন ভারতের সাধারণ কৃষকরা। কৃষকদের দাবির মুখে এখনো অনড় কেন্দ্রীয় সরকার। এদিকে প্রতিবাদী কৃষকরা যাতে দিল্লির মূল রাস্তায় না ঢুকতে পারেন, সেজন্য যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আমাদের সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ