Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইলিয়ামসনের রানই করতে পারল না উইন্ডিজ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

কেন উইলিয়ামসন একা করলেন ২৫১ রান। ওয়েস্ট ইন্ডিজ পুরো দল মিলে প্রথম ইনিংস করল কেবল ১৩৮ রান। ইনিংস হারের পথে থাকা ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসেও কিউই কাপ্তানের সমান রান করতে পারবে কিনা সেই নিয়ে আছে সংশয়। নিউজিল্যান্ডের ৫১৯ রানের জবাবে ১৩৮ রানে গুটিয়ে ফলোঅনে পড়া জেসন হোল্ডারের দল দ্বিতীয় ইনিংসেও পড়েছে বিপর্যয়ে। বিনা উইকেটে ৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনেই চার কিউই পেসারের তোপে তারা হারিয়েছে ১৬ উইকেট। ৬ উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শেষ করেছে তারা। হ্যামিল্টন টেস্টে ইনিংস হার এড়াতেই দরকার আরও ১৮৯ রান।

ঘাসেভরা উইকেটের ফায়দা ক্যারিবিয় পেসাররা তুলতে না পারলেও গতকাল ঝাঁজ ছিল টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়েগনারদের। ওপেনার জন ক্যাম্পেলের ২৬ই রানের প্রথম ইনিংসের সর্বোচ্চ। অধিনায়ক হোল্ডার ২৫ আর জার্মেইন ব্ল্যাকউড করেন ২৩ রান, রোস্টন চেজের ব্যাট থেকে আসে ১১। বাকিরা কেউই দুই অঙ্কে যেতে পারেননি। সাউদি ২৫ রানে নেন ৪ উইকেট। কাইল জেমিনসন, নেইল ওয়েগনাররা নেন ২টি করে উইকেট।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল সফরকারীরা। ৫৩ রানে পড়ে যায় পঞ্চম উইকেটও। অধিনায়ক হোল্ডার নিষ্প্রভ থাকলে ৮৯ রানে ৬ ব্যাটসম্যানকে হারায় তারা। চরম বিব্রতকর পরিস্থিতি থেকে এরপর দলকে উদ্ধারে নামেন ব্ল্যাকউড-আলজেরি জোসেফ। এই দুজনের অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র সাফল্য। ব্ল্যাকউড ৯৮ বলে ৮০ আর জোসেফ ৭৩ বলে ৫৯ রান নিয়ে খেলছেন। তবু ইনিংস হার এড়ানোই বহুদ‚রের পথ।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৫১৯/৭ (ইনিংস ঘোষণা)।
উইন্ডিজ ১ম ইনিংস : ওভারে ৬৪ ওভারে ১৩৮ (ব্র্যাথওয়েট ২১, ক্যাম্পবেল ২৬, ব্রুকস ১, ব্রাভো ৯, চেইস ১১, ব্ল্যাকউড ২৩, হোল্ডার ২৫*, জোসেফ ০, রোচ ২, গ্যাব্রিয়েল ১, ডাওরিচ অনুপস্থিত; সাউদি ১৯-৭-৩৫-৪, বোল্ট ১৭-৫-৩০-১, জেমিসন ১৩-৩-২৫-২, ওয়্যাগনার ১৫-৩-৩৩-২)। ও ২য় ইনিংস : (ফলো অন) ৪২ ওভারে ১৯৬/৬ (ব্র্যাথওয়েট ১০, ক্যাম্পবেল ২, ব্রাভো ১২, ব্রুকস ২, চেইস ৬, ব্ল্যাকউড ৮০*, হোল্ডার ৮, জোসেফ ৫৯*; সাউদি ৮-১-৪০-১, বোল্ট ১০-১-৪৭-১, ওয়্যাগনার ১১-০-৬২-২, জেমিসন ১০-২-৩৩-১, মিচেল ৩-০-৭-১)।

ছবি : ০২. দুই ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজকে ভুগিয়েছেন ট্রেন্ট বোল্ট। সতীর্থদের উচ্ছাসের মধ্যমণিও তাই এই কিউই পেস অলরাউন্ডার। গতকাল হ্যামিল্টনে -টুইটার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইন্ডিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ