বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ পৌরশহরের হীরকপাড়া প্রফেসর স্কুলের পেছনের একটি কলার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ওই কলার বাগানে জবাই করা লিটন (২৬) নামের এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে গাইবান্ধা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসাদুজ্জামান ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবক উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। কি কারণে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।