মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকট মোকাবেলায় ফাউচিকে প্রধান স্বাস্থ্য পরামর্শক হিসেবে চেয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনকে বাইডেন বলেন, দায়িত্বভার গ্রহণের পর তিনি এ্যান্থনি ফাউচিকেই প্রধান স্বাস্থ্য পরামর্শক হিসেবে চান। ফাউচি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যালার্জি এন্ড ইনফেকশন ডিজিজের (এনআইএআইডি) পরিচালক ও শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। -ফোর্বস, সিএনএন
গতকাল বৃহস্পতিবার বাইডেন কথা বলেন ফাউচির সঙ্গে। তিনি ফাউচিকে এনআইএআইডি’র পরিচালক হিসেবে থেকে যাওয়ার পরামর্শ দেন। হোয়াইট হাউসে তাকে প্রধান পরামর্শক হিসেবে চান বাইডেন। গত ৩৬ বছর ধরে সংক্রমণ রোগ নিয়ে ফাউচির অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে কোভিড সংকট মোকাবেলায় খুবই প্রয়োজন। তবে প্রধান স্বাস্থ্য পরামর্শক হিসেবে ফাউচির ভূমিকা কি হবে তা বিস্তারিত জানাননি বাইডেন। বাইডেনের প্রস্তাব ফাউচি গ্রহণ করবেন কি না তা পরিস্কার নয় তবে গত মাসে প্রকাশনা সংস্থা ম্যাকক্ল্যাচিকে তিনি জানান বাইডেন প্রশাসনে গুরুত্বের সঙ্গেই কাজ করার বিবেচনা করছেন।
নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন বলেন, এর আগে বেশ কয়েকজন প্রেসিডেন্টের শাসনামলে ফাউচি যে ভূমিকা রেখেছেন ঠিক সেই ভূমিকা এখন তিনি রাখবেন এমনটিই চাই। বাইডেন প্রশাসনে কোভিড টিমে ফাউচি কাজ করবেন সেটাই চান বাইডেন। তবে মার্কিন প্রশাসনে প্রধান স্বাস্থ্য পরামর্শক অতটা গুরুত্বপূর্ণ পদ নয় বলে অনেকে মনে করেন। এধরনের পদে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে গত বছর ফেব্রুয়ারিতে রনি জ্যাকসনকে নিয়োগ দেন। তার বিরুদ্ধে ভুল চিকিৎসাপত্র দেয়ার অভিযোগ উঠলে এক বছরের কম সময়ের মধ্যে তাকে সরিয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।