Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেষ্টা ব্যর্থ হলে আবার চার বছর পর দেখা হবে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৪ এএম

হোয়াইট হাউজের ডিপ্লোম্যাটিক রুম থেকে মার্কিন স্থানীয় সময় বুধবারের বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপস্থিত অতিথিদের উদ্দেশে ট্রাম্প বলেন, দারুন ছিল গত চার বছর। আরও চার বছরের জন্য চেষ্টা চালাচ্ছি। যদি না হয়, চার বছর পর আবার দেখা হবে।-সিটিভি নিউজ,দ্য আটলান্টিক

প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। বাইডেনের এই জয় মেনে নিতে পারেননি বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ধারাবাহিকতায় কোনো ধরণের প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। একইসঙ্গে বললেন, চার বছর পর আবার দেখা হবে। বিদায়ী প্রেসিডেন্ট আরো বলেন, গত চার বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি। সকলেই জানেন নির্বাচনে কীভাবে কারচুপি হয়েছে। গণনায় প্রথম থেকে আমি এগিয়ে ছিলাম, হঠাৎ করে হেরে গেলাম। এটা হয় না। আমাদের কাছে অনেক প্রমাণ আছে।

এদিকে মঙ্গলবার মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, নির্বাচনে কোনও কারচুপির প্রমাণ পায়নি বিচার বিভাগ। এরপরেও নিজের হার স্বীকার করতে রাজি নন জেঁদি ডোনাল্ড ট্রাম্প



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ