Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ রানে ফিরবেন সাকিব?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৬ এএম

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরায় সাকিব আল হাসানের দিকে নজর সবচেয়ে বেশি। অনেকেরই ধারণা ছিল সাকিব খেলতে নেমেই করবেন বাজিমাত। তার কাছ থেকে আসবে চোখ ধাঁধানো পারফরম্যান্স। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে কিছু ঝলক দেখালেও ব্যাটিংয়ে নিষ্প্রভ তিনি।
চার ম্যাচ খেলে মোট ২ উইকেট নিয়েছেন সাকিব। তবে রান আটকে দেওয়ার কাজ দারুণভাবে করতে পারায় তার বোলিং নিয়ে এখনো প্রশ্ন তোলার সুযোগ কম। তবে ব্যাটিংয়ে টপ অর্ডারে খেলেও রান নেই তার। দুই ম্যাচে খেলেন তিন নম্বর। সর্বশেষ দুই ম্যাচে নেমেছেন একদম ওপেনে। কিন্তু এখনো ২০ রানের ইনিংসও আসেনি (১৫, ১২, ৩, ১১)। চার ম্যাচ মিলিয়ে করেছেন মোটে ৪১ রান। প্রথম তিন ম্যাচে তাকে তুলে মারতে গিয়ে আউট হতে দেখা গেছে। শেষ ম্যাচে হয়েছেন বোল্ড।
বিসিবি পরিচালক ও বেক্সিমকো ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনের মতে হ্যান্ড-আই কর্ডিনেশনে সমস্যা হতে পারে এই তারকার। তবে তার ধারণা শিগগিরই রানে ফিরবেন তিনি, ‘সাকিব অনেকদিন পর ক্রিকেটে ফিরলো। সাকিব তো সাকিবই। নাম্বার ওয়ান অলরাউন্ডার। এখনো ব্যাট হাতে সাকিবকে সেভাবে দেখিনি। বল হাতে তো ওর যেটা স্বভাবসুলভ সেটা করছে। প্রতি ম্যাচেই ভালো বল করছে। ব্যাট হাতে ওর কাছে প্রত্যাশাটা সবারই অনেক বেশি। আমি বিশ্বাস করি সে ভালো খেলোয়াড়। সারাবছরেরই সে পারফর্মার সত্যি কথা বলতে গেলে। সে কামব্যাক করবে। হয়তো সময় নিচ্ছে। অনেকদিন পর বলে হ্যান্ড আই কর্ডিনেশনের ব্যাপারটা থাকছে। আমি মনে করি সে কামব্যাক করবে।’
সাকিবের দল জেমকন খুলনার সহকারি কোচ আফতাব আহমেদের মতে, বড় খেলোয়াড় হলেও লম্বা সময়ের বিরতি জড়সড় করে রেখেছে এই বাঁহাতিকে, ‘একটা ছেলে যখন এক বছর পর আসে তখন এসেই সবকিছু কাভার করা কঠিন। কোন সন্দেহ নেই, সবাই জানেন সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। সে যে কোন সময় কামব্যাক করবে। কিন্তু সে ভালো শেপে আছে। প্রথম দুই ম্যাচ থেকে এখন বেটার শেপে আছে। পরের চার ম্যাচে ভালো কিছু দেখবেন আশা করছি।’
আজ নিজেদের পঞ্চম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ফিরতি ম্যাচে নামবে সাকিবের জেমকন খুলনা। ব্যাট হাতে রান পাবেন তো বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়? দিনের অপর ম্যাচে সন্ধ্যায় বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার রাজশাহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ