Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফল পরিবর্তনের মতো কারচুপি হয়নি নির্বাচনে : অ্যাটর্নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মাত্রার কারচুপির অভিযোগ এনেছেন, বিচার বিভাগ তেমন কোনও কিছুর প্রমাণ পায়নি। এ পর্যন্ত আমরা ব্যাপক মাত্রার কারচুপির প্রমাণ পাইনি যা নির্বাচনের ফল পরিবর্তন করতে পারে। ট্রাম্পের শীর্ষ একজন মিত্র হিসেবে পরিচিত বার মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে বলেছেন, পদ্ধতিগত জালিয়াতির অভিযোগ উঠেছে, যেখানে বলা হচ্ছে- মেশিন হ্যাক করা হয়েছে যাতে নির্বাচনী ফলাফল পরিবর্তন করা যায়। মার্কিন অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ তদন্ত করেছে। তবে এ পর্যন্ত এই দাবির পক্ষে তেমন জোরালো কোনও প্রমাণ পাওয়া যায়নি। পরে অবশ্য বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন যে, তদন্ত এখনও শেষ হয়নি। বারের এমন মন্তব্য ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা। কেননা তিনি এখনও নির্বাচনে পরাজয় মেনে নেননি। বিভিন্ন রাজ্য জো বাইডেনকে জয়ী হিসেবে সার্টিফাই করা শুরু করেছে। তবে এটা ঠেকাতে বেশ কয়েক রাজ্যে মামলা করেও সেগুলোতে প্রত্যাখ্যাত হয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন বাইডেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। আর পপুলার ভোটও ট্রাম্পের চেয়ে ব্যাপক এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে ট্রাম্পের চেয়ে অন্তত ৬২ লাখ ভোট বেশি পেয়েছেন বাইডেন। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ