নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলার সম্ভাবনা হুমকির মুখে পড়ে গেল। মঙ্গলবার রাতে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরে গেছে জিনেদিন জিদানের দল। তাতেই টানা ২৪ মৌসুম শেষ ষোলোতে খেলা দলটা এখন প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায়।
এদিন ‘বি’ গ্রুপের ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে ০-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করে ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
শাখতারের পক্ষে গোল দুটি করেন ডেনটিনহো ও ম্যানর সলোমন। এর আগে ঘরের মাঠে শাখতারের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল রিয়াল।
৫ ম্যাচে মাত্র ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল। শাখতার সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুসিয়া মনচেনগ্লাডবাক। যারা এদিন এখনো জয় শূন্য ইন্টার মিলানকে হারালেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলবে।
স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়ালের লা লিগাতেও সময়টা ভালো যাচ্ছে না। বর্তমানে টেবিলের চার নম্বরে অবস্থান করছে দলটি।
চ্যাম্পিয়ন্স লিগে তো আরো করুণ দশা। সবমিলেই কঠিন সময়ের মধ্যে পড়ে কোচ জিদান ও তার দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।