Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেমি’কে বাড়তি অনুপ্রেরণা মানছেন মামুনুলরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ৯:১৬ পিএম

জাতীয় ফুটবল দলের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে’কে বাড়তি অনুপ্রেরণা মানছেন মামুনুল ইসলামরা। গত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের পর প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে

বর্তমানে ঢাকায় হোটেলে সময় কাটাচ্ছেন জেমি। ফলে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচে জেমির সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস দোহায় জামাল ভূঁইয়াদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। জেমি ছাড়া দলের অনুশীলন চললেও কোথায় যেন একটা শূণ্যতা রয়েই যাচ্ছে। এ প্রসঙ্গে সোমবার কাতার থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অভিজ্ঞ মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘জেমি ডে মানেই দলের জন্য বাড়তি অনুপ্রেরণা।’

করোনার পাশাপাশি জেমি দুই দিন ভুগেছেন পেটের পীড়ায়। আগের চারবার পজিটিভ হলেও সোমবার ফের করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। মঙ্গলবার নেগেটিভ ফল পেলেই তিনি দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখানে খেলোয়াড়েরা বলতে গেলে তার অপেক্ষাতেই আছেন। সোমবার অনুশীলনের ফাঁকে মামুনুল আরো বলেন, ‘জেমি সবসময় আমাদের মানসিকভাবে চাঙা রাখেন। টিমের অন্য সব স্টাফও ভালো। কিন্তু জেমি মানে একটা বাড়তি অনুপ্রেরণা। এখন দলের সঙ্গে প্রধান কোচ থাকলে অবশ্যই আমাদের জন্য আরো ভালো হতো।’

তবে জেমি না থাকলেও অনুশীলনে কোনও সমস্যা হচ্ছে না বলে জানান মামুনুল। তার কথায়, ‘তবে কোচ না থাকলেও এই মুহূর্তে দোহায় আমরা কেউ তা অনুভব করছি না। প্রতিদিন তার সঙ্গে আমাদের কথা হচ্ছে। তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ঢাকায় বসে। আমাদের আশা কাতারে ভালো কিছু করে যেন কোচকে খুশি করতে পারি।’

লাল-সবুজের এই মিডফিল্ডার দোহায় অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট। বাংলাদেশ দল অনুশীলনে প্রতিনিয়ত ভালো করছে। এ নিয়ে মামুনুল বলেন ‘এখন পর্যন্ত প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ট্রেনিং সেশনে আমরা দিনকে দিন উন্নতি করছি। এখানে আমরা ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। থাকা ও খাবারের ব্যবস্থা ভালো, পরিবেশও ভালো। সবকিছু মিলিয়ে আমরা ভালো আছি এবং প্রতিটি ট্রেনিং সেশনে উন্নতি করছি।’

৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচ নিয়ে মামুনুল আশাবাদী। তার কথায়, ‘কাতার ম্যাচ আমাদের জন্য খুবই কঠিন ম্যাচ। কিন্তু আমরা চাই ওদের বিপক্ষে ভালো করতে। আমি মনে করি, আগামী শুক্রবার আমরা ওদের বিপক্ষে ভালো করতে পারবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ