মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর প্রথম বারের মতো দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চালুসুগ্লুর ও সউদীর পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। নাইজারে অনুষ্ঠিত ওআইসি-এর ৪৭তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের এক ফাঁকে সউদী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘আন্তরিক বৈঠক’ হওয়ার খবর জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চালুসুগ্লুর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চালুসুগ্লুর এক টুইট বার্তায় বলেন, ‘তুরস্ক-সউদীর সুদৃঢ় সম্পর্ক কেবল আমাদের দেশকে সুফল দেবে না, বরং আঞ্চলিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে।’ তাছাড়া রিয়াদ ও আঙ্কারার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত সপ্তাহে এক ফোনালাপে সউদী বাদশাহ সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা হয়। সম্পর্ক উন্নয়ন ও সংকট সমাধানে সংলাপের দ্বার উন্মুুক্ত রাখায় সম্মত হন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এদিকে, তুরস্কের সঙ্গে সউদী আরবের ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে শনিবার দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ। রয়টার্সে এক বিবৃতির বরাতে এ খবর প্রকাশিত হয়েছে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, এমন জল্পনা ও বাজার বয়কটের বিষয়টি উড়িয়ে দিয়ে সউদী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনানুষ্ঠানিকভাবে সউদী সরকার তুরস্কের পণ্য বয়কটের কোনো প্রচারণা চালাচ্ছে না। আনাদোলু লিখেছে, শনিবার রিয়াদে শুরু হওয়া দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনের উদ্বোধনী দিনে তুরস্কের যোগ দেয়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুর্কি পণ্য বয়কট ও দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করলেন। সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান কাতার অবরোধ শেষ করার ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিবেশী কাতারের সঙ্গে তিন বছর ধরে যে বিরোধ চলছে তা সমাধানের পথ খুঁজছে রিয়াদ। সন্ত্রাসবাদে অর্থায়ন ও ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখার অভিযোগে ২০১৭ সালে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্থল, নৌ এবং আকাশপথেও নিষেধাজ্ঞা আরোপ করে সউদী আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। আনাদোলু এজেন্সি, রয়টার্স, মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।