প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা মুশফিক আর ফারহান এবং তানজিন তিশাকে জুটি করে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ঈদের নাটক ‘ওয়েডিং ক্রাশ’। এ দুজনকে এখন পর্যন্ত একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। এটিই হবে তাদের একসঙ্গে অভিনয় করা প্রথম নাটক। প্রথমবার একসঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেতা ফারহান বলেন, যেকোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করি। তানজিন তিশার সঙ্গে কাজ করাটাকেও এনজয় করেছি। জাকারিয়া সৌখিন ভাই খুব চমৎকার একটি গল্প নিয়ে নাটকটি তৈরি করেছেন। চরিত্র ও সংলাপগুলো সবার মনে ধরবে আশা করছি। তিশা বলেন, একটি রোমান্টিক গল্পের নাটক এটি। যার পরিণতি দর্শকের মন ছুঁয়ে যাবে। এ নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সঙ্গে কাজ করা হলো। সে এখন খুব ভালো কাজ করছে। জাকারিয়া সৌখিন বলেন, আমাদের দেশে শিল্পী সংকট রয়েছে। তাই নতুন জুটি মানে নতুন কিছু সৃষ্টির সম্ভাবনা। এই জুটিকে যদি দর্শক গ্রহণ করেন, তবে সব নির্মাতা এবং আমাদের নাটক ইন্ড্রাষ্ট্রির জন্য ভালো হবে। ফারহান অনেকদিন ধরেই বেশ ভালো করছেন। দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আর তিশা বরাবরই দুর্দান্ত। এই দুজনের জুটি হয়ে অভিনয় করা নিঃসন্দেহে একটি দারুণ ঘটনা। আমার প্রত্যাশা এই জুটিকে দর্শক ব্যাপকভাবে গ্রহণ করবে। নাটকটি সিএমভি’র ইউটিউবে ঈদে প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।