প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৮’র বøকবাস্টার সুপারহিরো ফিল্ম ‘ব্ল্যাক প্যান্থার’-এর সিকুয়েলের কাজ শুরু হবে আগামী বছর জুলাইতে। চলচ্চিত্রটি ২০০২-এর ৬ মে মুক্তি পাবে বলে নির্ধারিত হয়েছে। তবে মারভেল স্টুডিও এখনও চ্যাডউইক বোসম্যানের বিকল্প সম্পর্কে তথ্য জানায়নি।। বোসম্যান এই বছরের ২৮ আগস্ট দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগে মারা গেছেন। শোনা যাচ্ছে নার্কোস : মেক্সিকো’ অভিনেতা টেনোক উয়ের্তা মূল ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন। ‘বø্যাক প্যান্থার’ প্রধানত কৃষ্ণাঙ্গ প্রধান এবং শক্তিশালী নারী চরিত্র কেন্দ্রিক চলচ্চিত্র। অ্যান্ডি সার্কিস রূপায়িত ইউলিসিস ক্লয়া এবং মাইকেল বি. জর্ডান রূপায়িত কিলমঙ্গার চরিত্র দুটি প্রথম পর্বে ছিল ভিলেন। সর্বোপরি বোসম্যানের পারফরমেন্স ছিল অতুলনীয়। দর্শক ও বোদ্ধাদের কাছে সাদরে গৃহীত রায়ান কুগলার পরিচালিত ফিল্মটি ১.৩ বিলিয়ন ডলার আয় করে। ‘বø্যাক প্যান্থার-এ আরও অভিনয় করেছিলেন লুপিতা নিয়ঙ’ও, ডানাই গুরিরা, ড্যানিয়েল কালুইয়া, মার্টিন ফ্রিম্যান, লেটিশিয়া রাইট, উইনস্টন ডিউক, অ্যানজেলা ব্যাসেট এবং ফরেস্ট হুইটেকার। এর মধ্যে লুপিতা নিয়ঙ’ও, উইনস্টন ডিউক এবং অ্যানজেলা ব্যাসেট সিকুয়েলেও থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।