Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাকিস্তানের প্রতিরক্ষার মেরুদন্ডই সমরাস্ত্র কারখানা : জে. বাজওয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া শুক্রবার রাওয়ালপিন্ডির কাছে ওয়াহ ক্যান্টনমেন্টে পাকিস্তানের সমরাস্ত্র কারখানাগুলো (পিওএফ) পরিদর্শন করেছেন। এ সময় তাকে বিভিন্ন প্রডাকশন ইউনিটের বিস্তারিত কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। ব্রিফিংয়ে লক্ষ্য অর্জন, ভবিষ্যৎ প্রকল্প, ব্যয়সাশ্রয়ী করতে আধুনিকায়নের পরিকল্পনা, টেকসই উৎপাদন ও পাকিস্তান সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রয়োজন মেটাতে আধুনিক প্রযুক্তি হাসিলের মতো বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়। জাতীয় কোষাগারে অবদান রাখার লক্ষ্যে পিএএফ-এর গৃহীত উদ্যোগগুলো অবহিত করা হয়। আইএসপিআর জানায়, জেনারেল কমর ডিসেপ্লে লাউঞ্জ পরিদর্শন করেন। সেখানে নতুন তৈরি করা প্রতিরক্ষা সামগ্রী রাখা হয়েছে। এসময় সেনাপ্রধান উৎপাদন সর্বোচ্চকরণে নিবেদিত প্রাণ পিওএফ-এর ব্যবস্থাপনা ও স্টাফদের প্রশংসা করে বলেন, পাকিস্তানের প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর জন্য মেরুদন্ড হিসেবে কাজ করছে পিওএফ। তিনি আরো বলেন, ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মনির্ভরতা অর্জনের জন্য প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তিগত উন্নয়ন, আধুনিকায়ন ও দেশীয়করণ অপরিহার্য। সমরাস্ত্র কারখানা কমপ্লেক্সে জেনারেল কমরকে স্বাগত জানান পিওএফ চেয়ারম্যান লে. জেনারেল বিলাল আকবর। এক্সপ্রেস ট্রিবিউন, এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ