পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দৈনিক ইনকিলাবের আরিচা সংবাদদাতা জাহাঙ্গীর আলম ভ‚ঁইয়া (৫৪) গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লøাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, সাংবাদিক জাহাঙ্গীর ভ‚ঁইয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।
গতকাল বৃহস্পতিবার শিবালয়ের অক্সফোর্ড একাডেমি মাঠে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালীন সময় পর্যন্ত দৈনিক ইনকিলাব পত্রিকায় আরিচা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি শিবালয় উপজেলা প্রেসক্লাব, শিবালয়ের ক্রীড়া সংগঠক মোহামেডান ইয়ুথ ক্লাব ও জাতীয়তাবাদী উপজেলা যুবদল কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিনের কর্মী জাহাঙ্গীর ভ‚ঁইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে শিবালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।