নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আর্জেন্টাইন ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই! বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এই খবরে প্রচন্ড ধাক্কা খেল গোটা ফুটবলবিশ্ব। আর্জেন্টিনার টিগ্রেতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। তার মৃত্যুতে বিশ্বব্যাপী শোকের ছায়া নেমে আসে। এই শোক ছেয়ে যায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও। বাদ যাননি কাতারে অবস্থানরত জাতীয় দলের ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনও। ম্যারাডোনার মৃত্যু সংবাদ পেয়ে সালাউদ্দিন বুধবারই নিজ প্রতিক্রিয়ায় বলেন,‘বিশ্ব ফুটবল একজন গুণী ব্যাক্তিকে হারালো। ম্যারাডোনা শুধু একজন সফল ফুটবলারই ছিলেন না, ছিলেন ফুটবলার গড়ার কারিগরও। ম্যারাডোনা একাই একটি দল। এই ফুটবল জাদুকরকে হারিয়ে আমরা শোকাহত। তার অভাব কখনো পুরণ হবার নয়।’
এদিকে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক দলের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলতে বর্তমানে কাতারের দোহায় রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানেই লাল-সবুজের ফুটবলাররা ম্যারাডোনার মৃত্যু সংবাদ শুনে শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। শোক প্রকাশ করতে গিয়ে বৃহস্পতিবার দোহা থেকে এক ভিডিও বার্তায় জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। তবে তিনি সব সময় আমাদের হৃদয়েই থাকবেন।’
তিনি যোগ করেন,‘সবাই ইতোমধ্যে জেনেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র ম্যারাডোনা মারা গেছেন। এটা ফুটবলের জন্য একটা দুঃসংবাদ। মাত্র ৬০ বছর বয়সে তিনি মারা গেলেন। সারা বিশ্বের ফুটবল ভক্তরাই তার মৃত্যুতে দুঃখ পেয়েছেন। যারা ফুটবল খেলেছেন এবং খেলছেন তাদের বেশি খারাপা লাগছে।’ বাংলাদেশ দলের অধিনায়ক আরো বলেন, ‘কেউ বলছেন আইকন, কেউ বা বলছেন লিজেন্ডারি। প্রত্যেকেই জানেন তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ১৯৮৬ সালে। ইতালি লিগে তিনি নাপোলিতে খেলেছেন। ফুটবলে তার অনেক অর্জন। তিনি শুধু খেলোয়াড়ই ছিলেন না, ছিলেন ফুটবলার গড়ার কারিগরও।’
বাংলাদেশে ম্যারাডানোর অনেক ভক্ত আছে এটা সবাই জানেন। এ প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘আর্জেন্টিনার ফ্যান ও বাংলাদেশের ফ্যান সবাই বলে ম্যারোডোনা ম্যারাডোনা। সুতরাং আমি এবং বিশ্বের অন্যসব ফুটবলার এবং বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের জন্য গতকাল (বুধবার) ছিল দুঃখের দিন। তিনি মারা গেলেও সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। ফুটবলের জন্য তিনি যা করেছেন, তা কখনই ভোলার নয়।’
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। বাফুফে বসের করোনা আক্রান্তের খবরেও বেশ চিন্তিত দোহায় অবস্থানরত জাতীয় দলের ফুটবলার ও কর্মকর্তারা। জামাল ভূঁইয়া বলেন,‘আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি যেন খুব শিঘ্রই আমাদের প্রেসিডেন্ট সুস্থ হয়ে ওঠেন। আমরা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের দীর্ঘ জীবন কামনা করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।