Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুর থেকে ১৫ বাংলাদেশী বিতাড়িত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ৮:৩৯ এএম

১৫ বাংলাদেশীকে সিঙ্গাপুর থেকে বিতাড়িত করেছে দেশটির সরকার৷ কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সবিরোধী পোস্ট দেয়ার মাধ্যমে সহিংসতা উস্কে দেয়া ও সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির দায়ে তাদের বহিস্কার করা হয়েছে।

ফ্রান্সবিরোধী মনোভাব প্রকাশ ও সহিংসতা উস্কে দিতে উগ্র মন্তব্য করাসহ বিভিন্ন ইস্যুতে তদন্ত শেষে মোট ১৬ জন বিদেশীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। এদের মধ্যে ১৫ জনই বাংলাদেশি। খবর দ্য স্ট্রেইটসটাইমস'র।

খবরে বলা হয়, গত সেপ্টেম্বর থেকেই দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নজর রাখছিল। তাদের তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিতাড়িত করা হবে।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে বাংলাদেশিদের বিতাড়িত করা হবে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ