Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদি আরব এবার হজ ও ট্রানজিট ভিসায় এনেছে সংশোধনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ৩:৫৭ এএম | আপডেট : ৪:২০ এএম, ২৪ নভেম্বর, ২০২০

সউদি আরব এবার হজ ও ট্রানজিট ভিসায় সংশোধনী এনেছে ।দেশটির মন্ত্রিপরিষদ হজ ও ট্রানজিট ভিসা ফি ৪৮ ঘন্টার জন্যে স্থানীয় মুদ্রায় ১’শ রিয়াল ও ৯৬ ঘন্টার জন্যে ৩’শ রিয়াল নির্ধারণের পর তা অনুমোদন দিয়েছে। কোভিড মহামারীর কারণে গত মার্চে সউদি আরব ওমরা বাতিল করে এবং এবার প্রতীকী হজ পালিত হয়। -গালফ নিউজ
গত পহেলা নভেম্বর থেকে বিদেশি নাগরিকদের জন্যে পুনরায় ওমরা পালনের সুযোগ দেয়া হচ্ছে। এরপর প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরা পালন ও ৬০ হাজার মানুষ কাবা শরীফে নামাজ পড়ছেন। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ওমরা পালনের জন্যে ১৮ থেকে ৫০ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এদের কোভিড পরীক্ষা ছাড়াও ও সউদি আরবে পা দেয়া মাত্রই বাধ্যতামূলক ৩ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ