বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সোমবার সকাল ১১টায় মাগুরা শহরের প্রধান প্রধান সড়কে আওয়ামী যুবলীগের আয়োজনে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল শেষে নোমানী ময়দান সড়কের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে এমপি এ হুশিয়ারী দেন। সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের জামরুলতলা কার্যালয় থেকে শুরু হওয়া এ মিছিলে সন্ত্রাসের বিরুদ্ধে এমপি শিখর কে মিছিলের নেতৃত্ব এবং স্লোগান দিতে দেখা যায়।
জেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল।
এ ছাড়া বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারন সম্পাদক মকবুল হাসান মাকুল, যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, কৃষকলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, শ্রমীক লীগের সভাপতি কাসেম মোল্ল্যা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কিশোর হোসেন, ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমূখ।
বক্তারা মাগুরার নানা উন্নয়ন তুলে ধরে ঐক্যবদ্ধ ভাবে নেতাকর্মীদের সন্ত্রাস প্রতিহত করে সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে কাজ করার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।