বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা সদর উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক আয়োজিত "প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১
এর শুভ উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন।
স্থানীয় এ জি একাডেমি ক্রীড়া চত্বরে শনিবার দুপুরে মাগুরার জেলা প্রশাসক ড, আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ডাঃ মোঃ হাদিউজ্জামান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ারুল করিম। অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন আর তারই ধারবাহিকতায় দেশে প্রাণিসম্পদ রক্ষনাবেক্ষন ও উন্নয়নে উপজেলা ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারি কাজে নিয়োজিত রয়েছে। জনগনকে সরকারের এ সহযোগীতা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখার আহবান জানান। মাগুরা শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায়ও অনুরূপ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।