বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জন নেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিবেন আমরা আল্লাহু আকবর বলে তার পক্ষে ঝাপিয়ে পড়ে তার বিজয় নিয়ে ঘরে ফিরবো। মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন। শুক্রবার বিকেলে জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ শিকদারের সভাপতিত্বে উক্ত বর্ধিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক, সহ সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির,সম্পাদক আব্দুল মান্নান,এড, শাখারুল ইসলাম শাকিল, জেলা যুব দলের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মীর মেহেদী হাসান রূবেল,সম্পাদক আলী হোসেন মুক্তাসহ স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জন বিচ্ছিন্ন কিছু রাজৈনতিক দল প্রচারনায় মেতেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ভারত হয়ে যাবে,মসজিতে উলুধ্বনি বাজবে মসজিদ হয়ে যাবে মন্দির। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারে রয়েছে এক যুগের বেশী। তাদের কথার সত্যতা জনগন কি পেয়েছে। সরকার ভারতের কাছ থেকে সমুদ্র সীমানা জয় করেছে। মাদরাসা মসজিদের যে উন্নয়ন ঘটিয়েছে তা ইতিপুর্বে কোন সরকার পারেনি। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে জনগনের কাছে যাওয়ার জন্য নেতা কর্মীদের আহবান জানান। তিনি জগদল ইউনিয়নে তরুন নেতৃত্ব গড়ে ওঠায় সন্তোষ প্রকাশ করে দল ও জনগনের জন্য কাজ করে নিজের অবস্থান দৃড় করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।