Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

মাগুরায় দুই মাথা নিয়ে জন্ম শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন এ্যাড. সাইফুজ্জামান শিখর এম.পি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৫:০৭ পিএম

মাগুরা শহরের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সার্জারির মাধ্যমে দুই মাথা নিয়ে মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের দরিদ্র দিনমজুর পলাশ মোল্যা ও সোনালী দম্পতির এক কন্যা সন্তান জন্ম হয়। দুটি মাথা ছাড়া শিশুটির দুটি হাত, দুটি পা এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক।

জন্মের পর শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

আর্থিক সামর্থ্য না থাকায় দিশেহারা হয়ে পড়েন শিশুটির অসহায় পিতা-মাতা পলাশ মোল্যা ও সোনালী।
এখবর জানা মাত্র দুই মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুর উন্নত চিকিৎসার দায়িত্ব নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য - এ্যাড. সাইফুজ্জামান শিখর।

সংসদ সদস্যের নির্দেশে বুধবার শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সার্বিক ব্যবস্থা করেন জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. ফজলুর রহমান এবং যুবলীগের হটলাইন টীমের সদস্যরা।
এসময় জগদল ইউনিয়নের চেয়ারম্যান জেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ