Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার -সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৩৩ পিএম

শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী এ কারনেই দেশে উন্নয়নের মহৎসব চলছে। সরকারের উন্নয়নে জনগন যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দিনদিন ঐক্যবদ্ধ হচ্ছে তখন বিরোধী দল সমুহের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কোন পথ না পেয়ে তারা নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে। দেশ বিরোধী কোন ষড়যন্ত্র জনগন হতে দেবেনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কতৃক মাগুরা সদর উপজেলার নড়িহাটিতে সোমবার দুপুরে সড়ক উদ্বোধন কালে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন। মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে নড়িহাটি প্রাথমিক বিদ্যলয় প্রাঙ্গনে এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যার আখরোট প্রমুখ। সংসদ সদস্য এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি সকালে মাগুরা সদর উপজেলার শ্রীকুন্ডী কলেজে ভাংচুর কৃত শহীদ মিনার পরিদর্শন করেন। এসময় তার সাথে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Jack+Ali ২২ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪৬ পিএম says : 0
    In the day of Qiyammah Allah will expose all the criminals crime. Flattery Corrupt Both The Receiver And The Giver.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইফুজ্জামান শিখর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ