Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটলান্টায় মুখোমুখি ট্রাম্প সমর্থক ও বিরোধীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ৪:৪৯ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গগরাজ্য জর্জিয়ার রাজধানী আটলান্টায় মুখোমুখি অবস্থানে ট্রাম্প সমর্থক ও বিরোধীরা।এতে সংঘর্ষের আশঙ্কা করছেন কেউ কেউ।ট্রাম্প সমর্থকরা ‘ভোটচুরির’ প্রতিবাদে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই জর্জিয়ার ক্যাপিটাল বিল্ডিং এর সামনে জড়ো হতে শুরু করে। তাদের দাবি একাধিকবার ভোট গণনা হলেও রাজ্যটিতে প্রতিবারই কারচুপি হয়েছে। -এনবিসি, ফক্স
এসময় গভর্নরের পদত্যাগ দাবি করেন তারা। একই সময় সেখানে উপস্থিত হন ট্রাম্প বিরোধীরা। তারা সেখানে গিয়েই বর্ণবাদ বিরোধী স্লোগান দিতে শুরু করেন। এর আগে ওয়াশিংটনে একই ধরণের দুটি সমাবেশ থেকে বড় ধরণের সংঘর্ষের সূত্রপাত হয়। এ কারণে আটলান্টায় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হযেছে। পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে আটলান্টা পুলিশ। একদিন আগেই জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট জানান, পুণরায় ভোট গননার পরেও সেখানে বাইডেন ১২ হাজার ২৮৪ ভোটে জয় পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ