Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাইডেনের বিজয়কে অবশেষে জর্জিয়ার গভর্নরও স্বীকৃতি দিলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ৪:৪২ এএম

অবশেষে যুক্তরাষ্ট্রের ব্যাটেলগ্রাউন্ড স্টেট জর্জিয়ার গভর্নর স্বীকৃতি দিলেন বাইডেনের বিজয়কে। জর্জিয়ার রিপাবলিকান গর্ভনর ব্র্যান্ড রাফেনস্পার্গার স্থানীয় সময় শুক্রবার ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিজয়ের ঘোষণা দিয়ে বলেন, ‘অন্য সব রিপাবলিকানদের মতো আমি হতাশ, আমাদের প্রার্থী এই অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোট পাননি এবং জর্জিয়ায় কোনো ভোট জালিয়াতি হয়নি। বাইডেন এই রাজ্যে ট্রাম্পের চেয়ে ১২ হাজার ৬৭০ ভোট বেশি পেয়েছেন। ১৯৯২ সালে বিল ক্লিনটনের পর এই প্রথম কোনো ডেমোক্রেট প্রার্থী জর্জিয়ায় জয় লাভ করলো। -বিবিসি, গার্ডিয়ান, ডেইলি মেইল
তবে নির্বাচনের ফলাফলকে নিজের পক্ষে নিতে সব ধরণের ক্ষমতা প্রয়োগ করেছেন ট্রাম্প। মিশিগান, পেনসেলভেনিয়াসহ অন্যান্য ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যের রিপাবলিকান আইনপ্রণেতাদের হোয়াইট হাউসে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর মিশিগানের সিনেটর মাইক সিরকি ও হাউসের স্পিকার লি চার্টফিল্ড যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা এখন পর্যন্ত এমন কোনে প্রমাণ পাইনি যা কিনা মিশিগানে নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে পারে। মিশিগানে ইলেক্টর নির্বাচনে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। কোনো ধরণের চাপ, প্রভাব ও হুমকি ব্যতিত আমরা নির্বাচনের বিজয়ী ঘোষণা করবো।’ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার টুইট করেছেন, একজন ব্যক্তির দম্ভের জন্য আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার কোনো মানে নেই।’ রিপাবলিকান সিনেটর মিট রমনি টুইটে বলেছেন, নির্বাচনে জালিয়াতির অভিযোগ আদালতে প্রমাণ করতে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট এখন রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের নির্বাচনের ফলাফল বদলে দিতে চাপ প্রয়োগ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ