বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের সাত দিন পর এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। নিহত কিশোরীর নাম সালমা খাতুন(১২)। সে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামের কৃষক মাহমুদ আলীর মেয়ে। নিহত কিশোরী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
তারাকান্দা থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও পাওয়া যায়নি। আজ বিকালে বাড়ির পাশে একটি পুকুরে লাশ ভাসমান অবস্থায় দেখেন স্থানীয়রা। পরিবারের সদস্যরা নিশ্চিত হন ভাসমান লাশটি নিখোঁজ হওয়া ওই কিশোরী সালমার। খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, উদ্ধার হওয়া ওই কিশোরীর লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।