মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবে জি-টুয়েন্টি সম্মেলন শুরু হয়েছে। এর ঠিক আগ মুহূর্তে বিশেষ ফোনালাপে কথা বলেছেন সউদী আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও আলোচনার মাধ্যমে অমীমাংসিত সমস্যার সমাধানের কথা হয়। শুক্রবার ফোনালাপে সউদী বাদশাহ এরদোগানকে জি টুইয়েন্টি সামিট-এ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্সি বিভাগ জানায়, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার দ্বার উন্মুক্ত রাখতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট এরদোগান ও বাদশাহ সালমান। এছাড়াও উভয়ের মধ্যে জি-টুইয়েন্টি সামিট নিয়ে কথা হয়।
বেশ কয়েক বছর যাবত সউদী আরব ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র নীতি ও ইসলামী রাজনৈতিক দল নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বিশেষত ২০১৮ সালে ইস্তাম্বুলের সউদী দ‚তাবাসে সউদী সাংবাদিক জামাল খাশোগী নিহতের পর দেশ দুটির মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। এদিকে এ সম্মেলনকে কেন্দ্র করে সউদী সরকার ২০ রিয়াল মূল্যের একটি স্মারক নোট বের করেছিল। তবে সেখানে মানচিত্র নিয়ে ভারতের জোরালো আপত্তির কারণে নোটটি প্রত্যাহার করা হয়। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।