বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও পীরসাহেব, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় এই ইসলামি বক্তার মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেটিজেনরা। তারা পরকালে মরহুমের সর্বোচ্চ প্রতিদান কামনা করে স্ট্যাটাস দিয়েছেন। আবার অনেকে সাঈদীর হৃদয়গ্রাহী আলোচনার স্মৃতি চারণ করেছেন।
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, সুবক্তা ও ওয়ায়েজ মাওলানা গোলাম সরোয়ার সাঈদী আজ ভোররাত ৪টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। বেশকিছু দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউব ও ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে।
ফেসবুকে শোক জানিয়ে ড. খলিলুর রহমান মাদানি লিডখেছেন, ‘‘একটি নক্ষত্রের পতন। আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মিষ্টভাষী, সদালাপী, তাত্ত্বিক মুফাসসিরে কুরআন শীর্ষ ইসলামিক স্কলার আল্লামা গোলাম সারোয়ার সাঈদী আজ ভোর ৪.১০ মিনিটে মহান রবের ডাকে চলে গেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। মহান আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন, তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তার শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সবর করার তৌফিক দিন। আমিন।’’
মহসিন হাসান লিখেছেন, ‘‘চলেই গেলেন। আল্লাহর প্রিয় গোলাম আল্লাহর সাক্ষাতে। অল্প কিছু সময়ই হয়েছিল জনসম্মুখে কথা বলছিলেন। এই অল্প সময়েই অসংখ্য অগনিত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। প্রিয় মানুষটি আজ রবের ডাকে সাড়া দিতে চলেই গেলেন। খুব মিস করবো আপনার মুখের অসাধারণ কোরআন হাদিসের বাণী গুলো।
আপনার কথা গুলো প্রতি অন্তর কে নাড়িয়ে দিত প্রিয় শায়েখ। ..ওহে আল্লাহ, তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।’’
জহিরুল ইসলাম লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন। তার অধিকাংশ বয়ানেই মৃত্যুর আলোচনা থাকতো। এতো দরদ নিয়ে তিনি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতেন যে, মুহূর্তেই শ্রোতাদের অন্তরাত্মা কেঁপে উঠতো। জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।’’
হৃদয় ব্যাপারি লিখেছেন, ‘‘প্রিয় মানুষগুলোকে আল্লাহ এতো তারাতাড়ি কেন নিয়ে যান। কলিজা ফেটে যাচ্ছে, এমন মানুষের মায়াভরা কন্ঠে আর কিছুই শুনতে পারবো না যেনে। ভাবতেও পারিনি এতো তারাতাড়ি চলে যাবেন। দোয়া করি আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নছিব করেন।খুব অল্প সময়ে খুব বেশি ভালোবেসেছিলাম আপনাকে, আপনার চলে যাওয়ার নিউজটা দেখে হৃদয়ের ইস্পন্দ কেপে উঠেছে।অনেক বেশি ভালোবাসি আপনাকে। মহান আল্লাহ যেন আপনার সমস্ত গুনাগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দেয়।’’
তাজুল ইসলাম তপন লিখেছেন, ‘‘বিখ্যাত ইসলামিক স্কলার অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৪:১৫ টায় তিনি মারা যান। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের সুমহান মর্যাদা দান করুন। আমীন।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।