Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন নয়, মাস্ক বাধ্যতামূলক করছেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ৫:৩৩ পিএম

করোনা মহামারির দ্বিতীয় দফা আক্রমণে যুক্তরাষ্ট্রে ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণ। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে নতুন করে লকডাউন জারির বদলে দেশের অর্থনীতি বাঁচাতে মাস্ক পরা বাধ্যতামূলক করতে চাইছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের পাঁচজন ডেমোক্র্যাট ও পাঁচ রিপাবলিকান গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন। সেখানে করোনা মোকাবিলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পরে বাইডেন জানিয়েছেন, ‘লকডাউন করে আমেরিকাকে স্তব্ধ করে দেয়ার কোনো পরিকল্পনা তার নেই। তবে সকলকে মাস্ক অবশ্যই পড়তে হবে।’ তিনি বলেন, ‘'আমেরিকার প্রতিটি অঞ্চল, প্রতিটি সম্প্রদায় আলাদা। তাই জাতীয় স্তরে লকডাউন ঘোষণা করলে কাজ হবে না। বরং তাতে উল্টো ফল হবে।’ পরে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘দেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সামনের শীত আরো ভয়ঙ্কর হতে পারে।’

বাইডেন ট্রাম্পের মতো নন। তিনি বহুত্ববাদী। তাই তিনি রাজ্যগুলোর উপর লকডাউন চাপিয়ে দিতে চাননি। বরং বহুত্ববাদ ও বিভিন্নতাকে সম্মান জানিয়ে তিনি করোনা মোকাবিলার ছয় দফা পরিকল্পনা পেশ করেছেন। তার এই পরিকল্পনার মধ্যে আছে, রাজ্যগুলোকে আর্থিক সাহায্য, স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধি, বেকারদের সহায়তা বাড়ানো, মাস্ক পরা বাধ্যতামূলক করা, সহজে করোনা পরীক্ষার ব্যবস্থা করা। বাইডেনের দাবি, তার করোনা পরিকল্পনা নিয়ে মতৈক্য হয়েছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট গভর্নররা বাইডেনকে বলেছেন, ‘এইটুকু আমরা করতেই পারি। এটা আমাদের সাধ্যের বাইরে নয়। কিন্তু দেশ হিসাবে আমাদের এক হতে হবে।’ এখানেও বাইডেন ট্রাম্পের থেকে আলাদা। বহুত্ববাদকে স্বীকার করে তিনি সকলকে নিয়ে এক হয়ে চলতে চান। বিভাজনের নীতি তিনি নিতে চান না।

ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিস বলেছেন, ‘গভর্নরদের অর্থ দেয়া হবে। তাতে তারা কাজ করতে পারবেন এবং দেশের অর্থনীতি আবার আগের মতো ঠিক রাস্তায় ফিরবে। আর করোনার মোকাবিলায় আমরা ডেমোক্র্যাট বা রিপাবলিকান নই। আমরা আমেরিকান।’ তবে বাইডেন জানিয়েছেন, তিনি এখনো এজেন্সিগুলোর কাছ থেকে ব্রিফিং পাচ্ছেন না। আসলে ট্রাম্প প্রশাসন তাকে কোনো সহযোগিতা করছে না। যেহেতু তিনি এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষিত হননি, তাই এজেন্সিগুলি তাকে ব্রিফ করছে না। সূত্র: এপি, এএফপি, রয়টার্স।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২০ নভেম্বর, ২০২০, ৯:১০ পিএম says : 0
    বাইডেন এর সিদ্ধান্ত পছন্দনীয়ও।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ