Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিডপরবর্তী সময়েও সংকটে থাকবে ভারতের অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ৮:৩৪ পিএম

কোভিডপরবর্তী সময়েও ভারতের অর্থনীতি সংকটে থাকবে।অক্সফোর্ড ইকোনোমিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের আগে থেকেই ভারতে অর্থনীতি খুব চাপে ছিল। লকডাউন থাকায় এবং কলকারখানায় উৎপাদন পুরোপুরি শুরু না হওয়ায় ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বরং আরো ব্যাপক চাপে পড়েছে। আগামী দশকের মাঝামাঝি সময়ের আগ পর্যন্ত ভারতের অর্থনীতির বৃদ্ধির হার বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির মতই প্রাক করোনাভাইরাস সময়ের চেয়েও ১২ শতাংশের নিচে স্থির থাকবে বলে প্রতিবেদনে ওঠে আসে। - দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইকোনোমিক টাইমস

এবিষয়ে অক্সফোর্ডের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক বিভাগের প্রধান প্রিয়াঙ্কা কিশোর বলেন, আগামী ৫ বছর ভারতের প্রবৃদ্ধি ভাইরাস পূর্বের প্রবৃদ্ধির চেয়ে সাড়ে ৬ শতাংশ কম থাকবে। শ্রমবাজারের দুর্বলতা, কর্পোরেট ব্যালন্সশিটে চাপ, ব্যাংকের মূলধন উৎপাদনশীলতায় না যাওয়া ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা কোভিড মোকাবেলায় কার্যকর না হওয়ার কারণে ভারতের অর্থনীতি কাঙ্খিত গতি লাভ করবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে ২০২৫ সালের মধ্যে ২.৮ ট্রিলিয়ন থেকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাস সহ অন্যান্য সংকটে আইএমএফ ভারতের জিডিপি এ বছর ১০.৩ শতাংশ হ্রাস পাবে বলে আভাস দিয়েছেন। এইচএসবিসি পূর্বাভাস দিয়ে বলেছেন ভারতের অর্থনীতি বরং মহামারীর পরও ৫ শতাংশ হ্রাস পাবে যা করোনার আগে ৬ এবং তারও আগে বিশ্বমন্দায় ৭ শতাংশ হ্রাস পেয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ