Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ স্বাধীনতাকামী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:৪১ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটা টোল প্লাজায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে চার স্বাধীনতাকামী নিহত হয়েছে। স্থানীয় বান টোল প্লাজায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা গেছে, ভোর সাড়ে চারটে নাগাদ এই সংঘর্ষ শুরু হয়। জানা গিয়েছে, একটি ট্রাকে লুকিয়ে স্বাধীনতাকামীরা এলাকায় ঢুকছিল। টোল প্লাজা পার্কিংয়ে তল্লাশির সময় তারা গুলি চালাতে শুরু করে। এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। এলাকাজুড়ে চলছে সার্চ অপারেশন। বান টোল প্লাজায় স্বাধীনতাকামী-নিরাপত্তা বাহিনী সংঘর্ষ এখনও চলছে। গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।
সিআরপিএফ মুখপাত্র শিবনন্দন সিং এদিনের সংঘর্ষের সঙ্গে গত জানুয়ারি মাসে পুলিশ ও সিআরপিএফ’র যৌথ বাহিনীর উপরে এই বান টোল প্লাজার কাছেই সন্ত্রাসীদের হামলার তুলনা করেছেন। তিনি বলেছেন, গাড়িতে চড়েই টোল প্লাজায় পৌঁছায় জঙ্গিরা।
এদিকে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, অভিযানে পরে সেনাবাহিনীও যোগ দিয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের টার্গেট করে স্বাধীনতাকামীরা। তবে তাদের ছোড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হলে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। সূত্র : পিটিআই



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ