Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেনের মন্ত্রীসভায় স্থান পেতে পারেন এক বাঙালি বংশোদ্ভূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ৪:৫৩ এএম

অরুণ মজুমদার নামে এক এক বাঙালি বংশোদ্ভূতও স্থান পেতে পারেন বাইডেনের মন্ত্রীসভায়।এর আগে ওবামার মন্ত্রীসভায় জ্বালানি ও শক্তি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার বাইডেনের ক্ষমতা হস্তান্তর টিমের অন্যতম সদস্য তিনি। পেতে পারেন শক্তি মন্ত্রণালয় এর দায়িত্বও। এই ব্যাপারে ওয়াশিংটন পোস্ট বলেছে, ‘তিনি নিজের কাজে অত্যন্ত যোগ্য একজন মানুষ। তাকে দুই পার্টির নেতারাই পছন্দ করেন। তাকে চূড়ান্ত করা হলে সিনেট খুব সম্ভবত বাঁধাও দেবে না।’ -ওয়াশিংটন পোস্ট
তবে এই পদের জন্য অরুণ মজুমদার বলে পরিচিত অরুণাভ মজুমদারের নামই যে এককভাবে আসছে তাই নয়, শোনা যাচ্ছে আর্নেস্ট মনিজ, ডান রেইচার ও এলিজাবেথ র‌্যানডেলের নাম। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জে প্রিকোর্ট প্রভিনশনাল চেয়ার প্রফেসর অরুন মজুমদার। এর বাইরে তিনি ডিপার্টমেন্টস অব মেকানিক্যালইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি মেম্বার। ভারতের কোলকাতায় জন্মগ্রহণ করেন অরুণ। পড়াশোনা করেছেন মুম্বাই আইআইটিতে। তিনি ছাড়াও বাইডেনের মন্ত্রীসভায় থাকতে পারেন আরেকজন ভারতীয় বংশোদ্ভূত।



 

Show all comments
  • Abdur Rafi ১৯ নভেম্বর, ২০২০, ৯:২৮ এএম says : 0
    যেভাবে লিখেছেন মনে হচ্ছিল বাংলাদেশের নাগরিক কিন্তু সে ভারতের তাও হিন্দু মুসলিম হলেও মানা যেত।কারন পাকিস্তান হিন্দুস্হান মুসলিম-হিন্দু নির্ধারন করে।আর পাকিস্তানের কারনে বাংলাদেশ সৃষ্টি এটা মুসলমানের দেশ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ