মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশেষ মর্যাদা হারাচ্ছে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম। হোয়াইট হাউস ছাড়লেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ মর্যাদা হারানের কথা বলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও টুইটারের সিইও জ্যাক ডরসে। একজন সাধারণ টুইটার কিংবা ফেসবুক ব্যবহারকারী হিসেবে ট্রাম্প সুবিধা পাবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিধিগুলো মেনে চলতে হবে। -সিএনএন
এদিকে ফেসবুক ও টুইটারের বিধি অনুসারে বিশ্বনেতা ও নির্বাচিত কর্মকর্তারা এ ধরনের বিশেষ সুবিধা পেলেও জ্যাক ডরসে বলেন, পোর্টফলিও হারানোর পর তারা তা আর পান না। এবিষয়ে মার্ক জাকারবার্গ বলেন, যদি একজন প্রেসিডেন্টও তার বক্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা বা সন্ত্রাস ছড়ান বা আপত্তিকর ও বিভ্রান্তি সৃষ্টি করতে চান, তাহলে তা অন্য কোনো ব্যক্তির মতই বিধিনিষেধের আওতায় পড়বে এবং এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। গত জানুয়ারি থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অন্যদের মতই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধি নিষেধ মেনে চলতে হবে। এতদিন বিশ্বনেতা হওয়ার কারণে তিনি যে ছাড় পেতেন তা আর পাবেন না। তার মন্তব্য বেদনাদায়ক ও কখনো কখনো সঠিক হয়নি। তবু সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ কখনো কোনো ব্যবস্থা নেয়নি বা নিতে পারেনি, যা এখন সহজতর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।