Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ৯:৩৬ এএম

ল্যাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুকে হারিয়েছে আর্জেন্টিনা। নিজেদের চতুর্থ ম্যাচে আজ পেরুর মাটিতে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

আগের ম্যাচেই প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে হতাশ ছিল আর্জেন্টিনা। সেই হতাশা কাটিয়ে পেরুর বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে মেসিরা।

পেরুর মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার দুটি গোলই আসে প্রথমার্ধে। ১৭ মিনিটের সময় লো সেলসোর পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস গনজালেস।

এই গোলের রেশ না কাটতেই ম্যাচের ২৮ মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় আর্জেন্টিনা। পিএসজি মিডফিল্ডার পারেদেসের পাস থেকে গোলটি করেন লাউটারো মার্তিনেজ।

বিরতির আগেই দুই গোল পাওয়া আর্জেন্টিনা ম্যাচের বাকি সময়ে আর কোন গোল করতে পারেনি। পেরুও পারেনি কোন গোল পরিশোধ করতে। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ