বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহরে ফের অগ্নিকান্ডে মুরগীর খামারসহ ফসল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা ও সজনাই গ্রামে পৃথক দুইটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, গতকাল দিবাগত রাতের কোন এক সময় বারকোনা গ্রামের বাবু হোসেনের ছেলে মিলন হোসেনের ব্রয়লার মুরগী খামারে কে বা কারা আগুন লাগায়। এতে খামারের ২৪০টি মুরগীসহ সবকিছু পুড়ে যায়। খামার মালিক রাজমিস্ত্রী মিলন হোসেন জানান, সে দিনমজুরী করে অনেক কষ্টে ব্রয়লার মুরগীর খামার করেছিল। কিন্তু শত্রুতা করে আমার সবকিছু শেষ করে দিয়েছে। এতে প্রায় ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা। এদিকে মঙ্গলবার সকালে সজনাই গ্রামের আঃ কুদ্দুসের ছেলে লুৎফর রহমান ও জিলহাজ হোসেনের বাড়িতে আগুন লেগে ৫টি ঘর ও ঘরে থাকা রসুন, পেঁয়াজ, নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে। বাড়ির রান্না ঘর হতে আগুনের সূত্রপাত হলে তা মূহুর্তে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে বেশ কিছু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। চাটমোহর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে সবকিছু পুড়ে যায়। ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানান। পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, গত শনিবার রাতে উপজেলার নড়াইখালী গ্রামে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।