Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেদারনাথে তুষারপাত শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ঋতুচক্রে এখনও শীত না এলেও ভারতের উত্তরাখÐের কেদারনাথে শুরু হয়েছে তুষারপাত, যা দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। মনোরম এ দৃশ্য নজর কাড়ছে সবার। কোভিড পরিস্থিতির মধ্যে পর্যটনশিল্প ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃষ্টির মতো পড়ছে বরফ। অসাধারণ এ দৃশ্য নিজ চোখে না দেখলে বৃথাই। কাগজে-কলমে পুরোপুরি শীত না এলেও উত্তরাখÐে শীতের তীব্রতা এতটাই বেড়েছে যে বরফ পড়তে শুরু করেছে। কেদারনাথের শ্বেতশুভ্র এ পরিবেশে মন মেতেছে দর্শনার্থীদের। এক দর্শনার্থী বলেন, খুবই ভালো লাগছে। মজা লাগছে। কিন্তু চিন্তার বিষয় হলো এই বরফের মধ্যে এত উঁচু পাহাড় থেকে নিচে কি করে নামব। আরেকজন বলেন, কোনো বরফ দেখিনি। খুব শখ ছিল সামনাসামনি দেখব। এখন দেখে সৌভাগ্যবান মনে করছি নিজেকে। কোভিড ধাক্কায় ধুঁকছে ভারতের পর্যটনশিল্প। এর মধ্যেই তুষারপাত যেন আশীর্বাদ হয়ে এসেছে। এই পরিস্থিতি থেকে শীতে ঘুরে দাঁড়ানোর আশা করছে হোটেল-লজ থেকে পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসা। এমন পরিস্থিতিতে মৌসুমের শুরুতেই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তুষারপাতে সেই আশা আরও বাড়ছে। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ