Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানির ৯২ হাজার ৭০০টি অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বয়েজ স্কাউট অব আমেরিকার সাবেক স্কাউটদের থেকে ৯২ হাজার ৭০০টি অভিযোগ এসেছে যৌন হয়রানির। যারা এসব অভিযোগ করেছেন তাদের হয়ে আইনি লড়াইরত শীর্ষ অ্যাটর্নিদের একজন এ তথ্য জানিয়েছেন। রবিবার প্রকাশিত তথ্যে যৌন হয়রানির অভিযোগ ছিল ৮২ হাজার। সোমবার অ্যাটর্নি অ্যান্ডু ভ্যান আর্সডেল জানান, অভিযোগের সংখ্যা বেড়ে ৯২ হাজার ৭০০ হয়েছে। গত কয়েক দশক ধরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কিছু স্কাউটদের সঙ্গে একাধিকবার যৌন হয়রানির ঘটনা ঘটেছে। এখন তারা অভিযোগ দিচ্ছেন। তাদের চাওয়া, আর কোনো নিষ্পাপ শিশু যেন এ ধরনের হয়রানির শিকার না হয়। এ ঘটনায় ক্ষমায় চেয়ে এক বিবৃতিতে বয়েজ স্কাউট অব আমেরিকা জানিয়েছে, স্কাউটিংয়ে এতগুলো জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে পেরে আমরা ব্যথিত। তাদের কষ্ট মুছে দিতে পারবো না। তবে যারা অভিযোগ দিয়েছে তাদের সাহসিকতার প্রশংসা করেছে বয়েজ স্কাউট অব আমেরিকা। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ