মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপের দেশ রুমানিয়ায় শনিবার সন্ধ্যায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালে আইসিইউ থেকে ছড়িয়ে পড়া এ অগ্নিকান্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি বিভাগ থেকে এ অগ্নিকান্ড ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। নিহতদের সবাই করোনা রোগী ছিলেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় দগ্ধ হয়েছেন এক চিকিৎসকসহ আরও সাত জন। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থাও সংকটাপন্ন। দগ্ধ চিকিৎসক মূলত রোগীদের উদ্ধার করতে গিয়ে নিজেই আগুনের মধ্যে পড়ে যান বলে জানা গেছে। পিয়াত্রা নিয়ামস কাউন্টি হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত আইসিইউতে অগ্নিকান্ডের সূত্রপাত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আইসিইউতে আট জনের এবং পাশের কক্ষে আরও দুই জনের মৃত্যু হয়। রুমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, দগ্ধ রোগীদের পূর্ব রোমানিয়ার ইয়াসি শহরের কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।