Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকান্ড

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৯:০৬ পিএম

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানসহ ও ১টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আবুল হোসেন (৬০) নামে এক ব্যাবসায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজার এলাকায়। ক্ষতিগ্রস্থ ব্যাবসা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধায় স্বর্ণের দোকান থেকে আগুন মূহুর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে যায়। এতে ৫টি স্বর্ণের দোকান ১টি কসমেটিকসের দোকান ও পাশের ৩টি বাসা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গফরগাঁও ফায়ার সার্ভিসের দমকল দল স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে কাজ করছে । রাত পৌনে নয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রামপ্রসাদ পাল বলেন,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা যায়নি। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান বলেন, আগুন নেভাতে দ্রুত কাজ করেছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে গদক্ষেপ নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড

১১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ