Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘর্ষে রূপ নিল ট্রাম্প সমর্থকদের সমাবেশ, আহত ২০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৫:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে ‘মিলিয়ন মেগা মার্চ’ নামের ওই সমাবেশ করা হয়। সমর্থকদের ওই সমাবেশে মোটর শোভাযাত্রা নিয়ে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতোই তিনি সেখানে অভিযোগ করেন, নির্বাচনে ভোট চুরি হয়েছে।
১৪ নভেম্বর শনিবার সকাল থেকেই ওয়াশিংটন ডিসির রাজপথে লোক জমতে শুরু করে। ‘স্টপ দ্য স্টিল’, ‘উই আর চ্যাম্পিয়ন’, ‘ফোর মোর ইয়ারস’, ‘বেস্ট প্রেসিডেন্ট এভার’ প্রভৃতি স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে লোকজনের সমাবেশ ঘটতে থাকে।
দিনের শুরুতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে ট্রাম্পের সমর্থকরা। হোয়াইট হাউজ সংলগ্ন ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় জড়ো হতে থাকে তারা। গাড়ি শোভাযাত্রা করে র‌্যালি পরিদর্শনে দেখা গেছে ট্রাম্পকেও।
সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে সূর্যাস্তের পরপরই সেটি সহিংসতায় রূপ নেয়। টুইটারে শেয়ার করা ভিডিও ও ছবিতে বিশৃঙ্খলার চিত্র দেখা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে একজন পুরুষ নিউ ইয়র্ক অ্যাভেনিউ ও ১১ নম্বর রোডের মোড়ে ছুরিকাঘাতে আহত হন। তবে তার অবস্থা গুরুতর নয়। লোকটি কাদের সমর্থক এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ট্রাম্পের সমর্থনে দেশজুড়ে খণ্ড খণ্ড মিছিল করে আসছিল রক্ষণশীল গ্রুপ ‘প্রাউড বয়েজ’। নির্বাচন পরবর্তী বিক্ষোভে প্রাউড বয়েজের এক নেতা ওয়াশিংটনে ছুরিকাঘাতে আহতও হন।
শনিবারের ঘটনার ভিডিও ফুটেজগুলোতে দেখা যায়, ট্রাম্প বিরোধীরা ট্রাম্প সমর্থকদের ওপর ডিম ছুড়ে মারছে, প্ল্যাকার্ড, ব্যানার ছিনিয়ে নিয়ে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। ট্রাম্পের পতাকা বহন করছেন এমন একজন নারীকে হেনস্তা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সহিংসতার অভিযোগে অন্তত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে হামলার সঙ্গে জড়িত তিন জন।
ওয়াশিংটন ডিসি শহরের এক মুখপাত্র জানান, সহিংসতার মধ্যে অন্তত দুই পুলিশ অফিসার আহত হন। কর্তৃপক্ষ সাতটি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে। ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেয়া হয়। কিছু কিছু জায়গায় পুলিশ সদস্যদের ট্রাম্প সমর্থক ও ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগান দেয়া বিরোধীদের মধ্যে অবস্থান নিতে দেখা গেছে। সূত্র : রয়টার্স, বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ