Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নির্বাচন নিয়ে ৩ লাখ বিভ্রান্তিকর ও বিতর্কিত টুইট বার্তা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১:২২ পিএম

টুইটার কর্তৃপক্ষ বলছেন, এধরনের বার্তা চিহ্নিত করে সতর্ক করে দেয়া হয়েছে। টুইটারের নির্বাচন নীতির বিরুদ্ধে এসব বার্তার পরিমান মার্কিন নির্বাচন নিয়ে মোট টুইটের শূণ্য দশমিক ২ শতাংশ। টুইটারের পর্যবেক্ষকরা গত ২৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত মার্কিন নির্বাচন সংক্রান্ত টুইট বার্তা পরীক্ষা করে দেখে। এধরনের বিভ্রান্তিকর টুইটগুলো সতর্ক করে দেয়ার পর এ সম্পর্কে পুনরায় টুইটের সুযোগ দেয়া হয়নি। -নিউজউইক

দ্রুত সতর্ক করে দেয়ার পর এধরনের বিভ্রান্তিকর টুইট বার্তা হ্রাস পায় ২৯ শতাংশ। মার্কিন নির্বাচনে যাতে ভুল তথ্য ছড়িয়ে দেয়া না হয় সেজন্যে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিল টুইট কর্তৃপক্ষ। নিউজউইক জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তত ৫০টি টুইটের জন্যে টুইটার কর্তৃপক্ষ সতর্ক করে। ট্রাম্পের টুইটার ফলোয়ার রয়েছে ৮ কোটি ৯০ লাখ। ৭টি টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন তিনি নির্বাচনে জিতেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ