মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারীর সঙ্গে সঙ্গে নিউইয়র্কে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ ও সহিংসতার মাত্রা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতির জন্য শহরের ডেমোক্রেট মেয়র বিল দে ব্লাসিওকে দায়ী করছেন। মার্কিন পোস্টাল সার্ভিসের তথ্যে দেখা গিয়েছে, গত ৮ মাসে ৩ লাখেরও বেশি নিউইয়র্কের বাসিন্দা শহর ছেড়ে গিয়েছেন। -স্পুটনিক
সর্বমোট ২ লাখ ৯৫ হাজার ১০৩জন বাসিন্দা আনুষ্ঠানিকভবে নিজেদের নাম দাখিল করেছেন। তবে পুরো পরিবার থেকে একজনের নাম দাখিল করায় এই সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও শুক্রবার এক টুইট বার্তায় বলেছেন, এই সপ্তাহ শহরের বাসিন্দাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে কোভিড-১৯ নীতিমালা মেনে চলা, সামাজিক দুরুত্ব রক্ষা করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউইয়র্ক পুলিশের তথ্যে দেখা গিয়েছে, শহরে প্রায় ১ হাজার ৩০০টির বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে। সহিংসতার শিকার হয়েছেন ১ হাজার ৬০০জন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মহামারী, নির্বাচন ও বর্ণবাদী বিক্ষোভকে কেন্দ্র করে অপরাধের ঘটনা ঘটছে। সোমবার নিউইয়র্কের ব্রকলিনে ৬জনকে গুলি করা হয়। মঙ্গলবার গোলাগুলির ঘটনায় একজন প্রাণ হারান, আহত হন দুই জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।