Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীতজ্বরে ৭৬ জনের প্রাণহানি নাইজেরিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১১:৩৭ এএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে বেড়েছে ভয়াবহ পীতজ্বরের প্রাদুর্ভাব। প্রাণঘাতী এই জ্বরে আক্রান্ত হয়ে দেশটির তিন রাজ্যে চলতি মাসের প্রথম ১০ দিনে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দেশটির রোগ প্রতিরোধ কেন্দ্রের প্রধান চিকোয়ি ইজিতেওয়াজু এ খবর জানান।
তিনি জানান, নভেম্বরের ১ থেকে ১১ তারিখের মধ্যে ডেল্টা রাজ্যে মোট ৩৫ জন, এনুগু রাজ্যে ৩৩ জন এবং বাউচি রাজ্যে ৮ জন মারা গেছে। এছাড়া এ সময়ের মধ্যে এ তিন রাজ্যে ২২২ সন্দেহভাজন রোগী এবং ১৯ জন নিশ্চিত পীতজ্বরে আক্রান্ত হয়েছে। পীতজ্বরের প্রাদুর্ভাব ঠেকাতে টিকা দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।
পীতজ্বর মূলত ভাইরাসের কারণে হয়। তবে মশার মাধ্যমে এটি ছড়ায়। সিঙ্গেল ডোজ টিকার মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। সূত্র: জিনহুয়া নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ