Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট জালিয়াতির অভিযোগে এবার বিশাল সমাবেশ ট্রাম্প সমর্থকদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১০:২৭ এএম

নির্বাচন শেষ হলেও থামছে না যেন নির্বাচনী উত্তাপ। আইনি লড়াইয়ে হারার পর ভোট জালিয়াতির অভিযোগে এবার বিশাল সমাবেশ করেছে ট্রাম্প সমর্থকরা। গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উইমেন ফর আমেরিকা ফার্স্ট নামে একটি সংগঠন, এতে অংশ নেয় ওথ কিপারস মিলিশিয়া, প্রাউড বয়েজ'সহ বেশ কয়েকটি উগ্র ডানপন্থী গ্রুপ। হোয়াইট হাউজের কাছের ফ্রিডম প্লাজা থেকে শুরু করে সুপ্রিমকোর্ট পর্যন্ত মিছিল করে তারা। ৭ নভেম্বর বাইডেনের বিজয় নিশ্চিতের পর ট্রাম্পের সমর্থনে এটাই সবচেয়ে বড় সমাবেশ।
হোয়াইট হাউজের কাছাকাছি ফ্রিডম প্লাজা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করে তারা। ট্রাম্পকে নির্বাচনে জয়ী হিসেবে দাবি করে তার সমর্থকরা। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে আখ্যা দেয় ধোঁকাবাজি হিসেবে। রাজধানীর বাইরেও বিভিন্ন শহরের রাজপথে নামে ট্রাম্প সমর্থকরা। এসময় গলফ ক্লাবে ফুরফুরে মেজাজে ছিলেন ডোনাল্ড ট্রাম্প
‘মেগা মার্চ’ সমাবেশ উপলক্ষে দূরের রাজ্য থেকেও ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে সমবেত হয়েছে।
এদিকে ট্রাম্প বিরোধীরাও একই স্থানে বিক্ষোভ সমাবেশ করবেন বলে ঘোষণা দিয়েছে। এ নিয়ে ওয়াশিংটনে এখন থমথমে পরিস্থিত বিরাজ করছে। যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথ উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়াশিংটন ডিসি নগর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওয়াশিংটনে ওমেন ফর আমেরিকা ফার্স্ট নামের একটি সংগঠন সমাবেশ করার অনুমতি নিয়েছে। এ সমাবেশে সংহতি জানিয়ে রক্ষণশীল আরও অনেক সংগঠন যোগ দেবে। তাঁরা ভোট জালিয়াতি ও ভোট কারচুপির প্রতিবাদ জানাতে রাজধানীতে সমবেত হচ্ছে। অনুমতি পত্রে শান্তিপূর্ন সমাবেশ, সংগীত ও বক্তব্য দেওয়ার কথা লেখা হয়েছে। সূত্র : রয়টার্স।



 

Show all comments
  • Prokash ১৫ নভেম্বর, ২০২০, ১২:০৭ পিএম says : 0
    Power always corrupts
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ