Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প কি অভিনয়ে ফিরছেন?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১০:২৫ এএম

ভোটের হিসাব অনুযায়ী, ডনাল্ড ট্রাম্প মোট সাত কোটি মানুষের ভোট পেয়েছেন, যা প্রায় তিন কোটি পরিবারের মোট ভোটের সংখ্যা হতে পারে৷ আর এই তিন কোটি পরিবার যদি ট্রাম্পের নতুন টেলিভিশন নেটওয়ার্কের জন্য গড়ে এক ডলারও প্রতিমাসে খরচ করে, তাহলেই স্পষ্ট হয়ে যায় যে, এই উদ্যোগ থেকে ঠিক কতটা লাভ করতে পারবেন বর্তমান প্রেসিডেন্ট৷ এই অনুমানে পৌঁছতে ডি'অ্যান্টোনিও মাথায় রাখছেন ট্রাম্পের ব্যবসায়িক ইতিহাস, যা তিনি গভীরভাবে লক্ষ্য করেছেন৷

ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্পের জীবনীকার মাইকেল ডি'অ্যান্টোনিও জানান তাঁর মতে, সদ্য নির্বাচনে হেরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট টেলিভিশন কেরিয়ারে নতুন জোয়ার আনতে পারেন৷

ট্রাম্পের জীবনের ওপর ভিত্তি করে দুটি বই লিখেছেন মার্কিন সাংবাদিক ও পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত লেখক মাইকেল ডি'অ্যান্টোনিও৷ বহু বছর ধরে তিনি রীতিমত কাছ থেকে দেখে আসছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে৷ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর ডয়চে ভেলের সাথে কথা বলেন তিনি৷ সেখানে মাইকেল জানান, ভবিষ্যতে রাজনীতি নয়, টেলিভিশনের পর্দাতেই জমি শক্ত করতে দেখা যেতে পারে ট্রাম্প ও তার পরিবারকে৷

‘‘২০০০ সাল থেকেই কিন্তু ডনাল্ড ট্রাম্পের আয়ের মূল উৎস হয়ে উঠেছে টেলিভিশন৷ তাছাড়া নির্বাচনি প্রচারকালীন ট্রাম্পের অঙ্গভঙ্গি ও প্রচারের ধরন থেকে স্পষ্ট বোঝা যায় যে আসলেই ট্রাম্প কত বড় একজন পারফর্মার,'' বলেন ডি'অ্যান্টোনিও৷

তাছাড়া ট্রাম্পের টেলিভিশন কেরিয়ারে নতুন জোয়ার আনার পেছনে বড় লাভের হিসাবও থাকতে পারে৷ ডি'অ্যান্টোনিও মনে করছেন, প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর নিজের আলাদা টেলিভিশন নেটওয়ার্ক চালু করবেন ট্রাম্প৷ আর তা অবশ্যই লাভজনক একটি বিনিয়োগ হবে বলে মনে করছেন ডি'অ্যান্টোনিও৷ তবে ট্রাম্প অভিনয়ে ফিরছেন?

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ